۱۵ اردیبهشت ۱۴۰۳ |۲۵ شوال ۱۴۴۵ | May 4, 2024
ইমাম হোসাইন (আ:) এর বানী
ইমাম হোসাইন (আ:) এর বানী

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ:) থেকে বর্ণিত হাদীস।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস আলআমালি, সাদুক পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেন:

مَن طَلَبَ رِضا اللّه ِ بِسَخَطِ الناسِ كَفاهُ اللّه ُ اُمُورَ الناسِ، ومَن طَلَبَ رِضا الناسِ بِسَخَطِ اللّه، وَكَلَهُ اللّه ُ إلى النّاسِ

মানুষের অপছন্দ হওয়া সত্বেও যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তার যাবতীয় কাজকর্ম সমাধানের জন্য যথেষ্ট।

আর যে ব্যক্তি আল্লাহকে রাগান্বিত করে মানুষের সন্তুষ্টি চায় আল্লাহ তাকে মানুষের উপর ছেড়ে দেন।

(আলআমালি, সাদুক, পৃ: ২৬৮)

অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন

تبصرہ ارسال

You are replying to: .